শ্রী কৃষ্ণই শ্রেষ্ঠ প্রতারক - গীতা
অনেকে হিন্দু দাদা মুসলিমদের ব্যাপারে অভিযোগ করে যে মুসলিমরা প্রতারণা করে কিন্তু কুরআন সুন্নাহ তে প্রতারণার ব্যাপারে মুসলিমদের উদ্ভুদ্ধ করা হয়েছে এমন কিছু নেই বরং এর বিপরীত আছে। হিন্দু দাদাদের আগে তাদের নি ধর্মগ্রন্থ পড়ার অনুরোধ করছি।
আমরা হিন্দু ধর্ম গ্রন্থের দিকে দেখলে দেখতে পাই ভগবত গীতা (যথাযথ) ১০ নং অধ্যায়ের ৩৬ নং শ্লোকে বলা হচ্ছে "ভগবান সব ব্যাপারেই শ্রেষ্ঠ,এমনকি প্রতারণারেও"। এটি প্রভুপাত-জির অনুবাদ।তার অনুবাদের তাৎপর্যের অর্থাৎ ব্যাখ্যার মধ্যে তিনি বলেন শ্রী কৃষ্ণ প্রতারণাতেও শ্রেষ্ঠ।
পিডিএফ লিঙ্ক - পিডি এফ পৃষ্ঠা নং ৩৩২ ও মূল বই পৃষ্ঠা নং ৬২৬।
https://drive.google.com/file/d/17HQQr7dMF82F_N5ZY_087wUHHoWlIxMZ/view
এখানেই শেষ নয়,এর পর হিন্দু ধর্মের অনুসারীদের ক্ষেত্রেও মিথ্যা বলাকে অনুমোদন দেওয়া হয়েছে।
ভগবত পুরান, স্কন্দ নং - ৮ , অধ্যায় নং ১৯, শ্লোক নং ৪৩ (প্রভুপাত) - এ বলা হচ্ছে,
"স্ত্রীলোককে বশীভূত করতে,পরিহাসে,জীবিকা অর্জনে,জীবন বিপন্ন হলে,গাভী এবং ব্রাহ্মণের হিতার্থে অথবা শত্রুর হাত থেকে কাউকে রক্ষা করার সময় মিথ্যা কথা বলা নিন্দনীয় নয়।"
অনলাইনে পড়ার লিঙ্ক- এখানে ক্লিক করুন
ইংরেজি অনুবাদ - In flattering a woman to bring her under control, in joking, in a marriage ceremony, in earning one's livelihood, when one's life is in danger, in protecting cows and brahminical culture, or in protecting a person from an enemy's hand, falsity is never condemned.
এ থেকে আমরা বুঝতে পারলাম স্ত্রীকে বশীভূত করতে,তারপর যাকে তাকে পরিহাস করতেও মিথ্যার আশ্রয় নিতে পারবেন,কোন সমস্যা নেই।ঠাট্টা বিদ্রুপ করার সময় মিথ্যা বলতে পারেন।এরপর বিবাহের সময় মিথ্যা বলতে পারেন।যেমন ধরি- পাত্রের এক চোখ অন্ধ কিন্তু সে মিথ্যা বলতে পারবে বিবাহের ক্ষেত্রে,সে বলতে পারে যে না পাত্রের কোন সমস্যা নেই সব ঠিক আছে।এরূপ মিথ্যা বলে সে বিবাহ করতে পারবে।
জীবিকা নির্বাহে মিথ্যা বলতে কোন সমস্যা নেই,যেমন ধরি - খারাপ জিনিস দিয়েও ভালো ভালো বলে জিনিস চালিতে দিতে পারবে হিন্দুরা,মিথ্যার আশ্রয় নিতে পারবে।(ভরসা আর কোথায় রইল!)
ভগবত পুরান, স্কন্দ নং - ৮ , অধ্যায় নং ১৯, শ্লোক নং ৪৩ (প্রভুপাত) - এ বলা হচ্ছে,
"স্ত্রীলোককে বশীভূত করতে,পরিহাসে,জীবিকা অর্জনে,জীবন বিপন্ন হলে,গাভী এবং ব্রাহ্মণের হিতার্থে অথবা শত্রুর হাত থেকে কাউকে রক্ষা করার সময় মিথ্যা কথা বলা নিন্দনীয় নয়।"
অনলাইনে পড়ার লিঙ্ক- এখানে ক্লিক করুন
ইংরেজি অনুবাদ - In flattering a woman to bring her under control, in joking, in a marriage ceremony, in earning one's livelihood, when one's life is in danger, in protecting cows and brahminical culture, or in protecting a person from an enemy's hand, falsity is never condemned.
এ থেকে আমরা বুঝতে পারলাম স্ত্রীকে বশীভূত করতে,তারপর যাকে তাকে পরিহাস করতেও মিথ্যার আশ্রয় নিতে পারবেন,কোন সমস্যা নেই।ঠাট্টা বিদ্রুপ করার সময় মিথ্যা বলতে পারেন।এরপর বিবাহের সময় মিথ্যা বলতে পারেন।যেমন ধরি- পাত্রের এক চোখ অন্ধ কিন্তু সে মিথ্যা বলতে পারবে বিবাহের ক্ষেত্রে,সে বলতে পারে যে না পাত্রের কোন সমস্যা নেই সব ঠিক আছে।এরূপ মিথ্যা বলে সে বিবাহ করতে পারবে।
জীবিকা নির্বাহে মিথ্যা বলতে কোন সমস্যা নেই,যেমন ধরি - খারাপ জিনিস দিয়েও ভালো ভালো বলে জিনিস চালিতে দিতে পারবে হিন্দুরা,মিথ্যার আশ্রয় নিতে পারবে।(ভরসা আর কোথায় রইল!)
এছাড়াও এ প্রসঙ্গে অনেক রেফারেন্স দেখানো যাবে।অন্যদিন আলোচনা করা হবে।
কোন মন্তব্য নেই